শামি, শাহবাজরা জ্বলে উঠতেই জয়ের সরনীতে বাংলা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: গত ম্যাচে বল হাতে নিষ্প্রভ ছিলেন শামি। পেয়েছিলেন মাত্র ১ টা উইকেট। কিন্তু এদিন বল হাতে তিনি জ্বলে উঠতেই জয়ে ফিরল বাংলা। সোমবার ১৪ বল বাকি থাকতে চণ্ডীগড়কে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। নায়ক মহম্মদ শামি। নিলেন গুরুত্বপূর্ণ ৩ টে উইকেট।
তাঁর সুবাদে গ্রুপ বি’তে পাঁচ নম্বরে রয়েছে বাংলা। সোমবার টস হেরে ব্যাট করতে নেমে চণ্ডীগড় ৪৮.২ ওভারে থামে ৩১৯ রানে। অধিনায়ক মানন ভোরা করেন ১২২। সান্যম সাইনির সংগ্রহ ৬৭। বাংলার অন্যতম সফলতম বোলার মুকেশকুমার। ৫৯ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। মহম্মদ শামিও (৩-৬৯) দুরন্ত ফর্মে ছিলেন। দুই উইকেট নেন শাহবাজ আহমেদও। তবে আকাশদীপ কোনও উইকেট পাননি।
৩২০ তাড়া করতে নেমে বাংলার শুরুটা ঝড়ের গতিতে হয়। বাঁ-হাতি ওপেনার অভিষেক পোড়েল ৮৪ বলে করেন ১০৬। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও দু’টি ছক্কা। অভিমন্যু (২৫), সুদীপ ঘরামি (১৭) দ্রুত ফিরলেও পোড়েল টানেন দলকে। এরপর অনুষ্টুপ মজুমদার (৬৩), শাহবাজ (অপরাজিত ৭৬), সুমন্ত গুপ্ত (অপরাজিত ২২) চার পয়েন্ট নিশ্চিত করেন। এর আগে বিজয় হাজারে ট্রফিতে বাংলা প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে ৩৮৩ রানের বিশাল টার্গেট চেস করে জিতেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে বরোদার কাছে মুখ থুবড়ে পড়ে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। চার উইকেটে জিতে যায় বরোদা। এদিন অবশ্য সেই ধাক্কা পিছনে ফেলে জয়ের সরণীতে এল বাংলা। শামি-মুকেশদের পরের ম্যাচ বুধবার, প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। এরপর আসাম, হায়দরাবাদ ও উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা।
এই ফর্ম ধরে রাখতে পারলে বাংলা পরের রাউন্ডে যাবে,আশা করা যায়।








