চিত্রকলা প্রদর্শনী ও চিত্র কর্মশালা ধূপগড়িতে
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি: থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের উদ্যোগে তৃতীয় বর্ষ উত্তরবঙ্গ চিত্রকলা প্রদর্শনী ও চিত্র কর্মশালার শুভ সূচনা হল ধূপগুড়ি হাই স্কুল প্রাঙ্গণে। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় ক, খ ও গ—এই তিনটি বিভাগে পড়ুয়াদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগী ও প্রতিযোগিনীদের “যেমন খুশি তেমন” বিষয়ের ওপর ছবি আঁকার সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতা চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা ঘুরে ঘুরে পড়ুয়াদের উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ধূপগুড়ি হাই স্কুলের একটি শ্রেণিকক্ষে চিত্রকলা প্রদর্শনী সাজানো হয়। অন্যদিকে, বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের স্কুলের বারান্দায় সারিবদ্ধভাবে বসে ছবি আঁকতে দেখা যায়। শিশুদের রঙ-তুলি ও কল্পনার মেলবন্ধনে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও সৃজনশীল। উল্লেখ্য, থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের তৃতীয় বর্ষ উত্তরবঙ্গ চিত্রকলা প্রদর্শনী ও চিত্র কর্মশালার সূচনা হয় এই বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়েই। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চিত্রকর্মশালা। এই কর্মশালায় দূরদূরান্ত থেকে আগত প্রশিক্ষিত শিল্পীরা অংশ নেবেন। ধূপগুড়ি ও আশপাশের এলাকার চিত্রাঙ্কনপ্রিয় প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।








