আবারও বাজিকারখানায় বিস্ফোরণ, জখম অন্তত ৪
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির হারালে ফের বাজিকারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ একটি বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ হলে এলাকাজুড়ে তীব্র শব্দে আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় অন্তত চারজন শ্রমিক জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় কারখানায় বাজি তৈরির কাজ চলছিল। হঠাৎই রাসায়নিক ভর্তি একটি ড্রাম ফেটে যায় বলে অভিযোগ। বিস্ফোরণের সময় কারখানার ভিতরে চারজন কর্মী কাজ করছিলেন এবং চারজনই গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই কারখানায় বৈধভাবেই বাজি তৈরি হচ্ছিল বলে দাবি বাজি ব্যবসায়ীদের। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের ২৬-২৭ তারিখ নাগাদ এই একই এলাকায় একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফের এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।








