আর এন পাবলিক স্কুলে বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: ইতিহাসপ্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার কুসুমগাছিতে অবস্থিত আর এন পাবলিক স্কুল (এইচ এস)-এর উদ্যোগে গতকাল ৬ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাব্রতী ইমতিয়াজ হোসেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রী লেখনী মণ্ডল। প্রারম্ভিক ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক আবু তাহের সেখ বার্ষিক মিলন উৎসবের তাৎপর্য তুলে ধরেন।
পৌষের রোদেলা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রছাত্রীদের পরিবেশিত কথা-কবিতা, গান ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কনকনে শীত ও উত্তুরে হাওয়া উপেক্ষা করে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-কবি ও সম্পাদক গোলাম কাদের, শিক্ষক আশরাফ রিজভী, মানস কুমার বৈদ্য, কবিগুরু গ্রুপ অব এডুকেশনের ডিরেক্টর মেহেদী হাসান, নন্দীগ্রাম হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গোলাপশা সেখ, দারুল হোদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল মহ নাফি, শিক্ষক আফতাব হোসেন, সমাজসেবী গোলাম নবী আজাদ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় জঙ্গীপুর মুনিরিয়া হাই মাদ্রাসা (এইচ এস)-এর গণিত বিভাগের শিক্ষক ড. সার্মাদ হোসেন এবং মুরারই গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজের লেকচারার কৌশিক মণ্ডলকে। একাদশ শ্রেণির ছাত্রীরা চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের বরণ করে নেয়। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উত্তরীয়, স্মারক ও গোলাপ তোড়া দিয়ে অতিথিদের সম্মান জানান। অনুষ্ঠানের মঞ্চে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আর এন পাবলিক স্কুল ও ট্রাস্টের সহ-সভাপতি হযরত সামাউন বুলবুল এবং কোষাধ্যক্ষ মণিরুল হক। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মহ নূরুজ্জামান তোতা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মতিয়ার রহমান।








