ধাপাড়িয়ায় ‘স্বপ্নের নদীয়া’র আনন্দমেলা ও গুণীজন সংবর্ধনা
নতুন পয়গাম: গত ২৮ ডিসেম্বর পলাশীপাড়া বিধানসভার ধনঞ্জয়পুর অঞ্চলের ধাপাড়িয়া পূর্বপাড়া ফুটবল ময়দানে প্রতিভার অন্বেষণে ‘স্বপ্নের নদীয়া’র উদ্যোগে অনুষ্ঠিত হল “গ্রামে গ্রামে আনন্দমেলা” ও “গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ‘স্বপ্নের নদীয়া’র সভাপতি জয়ন্ত সাহা মহাশয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি চৈতন্য দাশ, শিল্পী দেবাশীষ মিত্র, শিক্ষক শরিফুদ্দিন শেখ, প্রাক্তন সেনাকর্মী আবু তাহের বিশ্বাস, বজলুর রহমান শেখ, কবি ও সম্পাদক দীনমহাম্মদ শেখ, মহঃ জহিরুদ্দিন শেখ সহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন ‘স্বপ্নের নদীয়া’র তেহট্ট-২ ব্লকের সভাপতি আব্দুল জুব্বার মল্লিক এবং জেলার সাধারণ সম্পাদক বাবুল শেখ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য ও আবৃত্তি পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে শিশুদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সামগ্রিকভাবে এই আনন্দমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান এলাকাবাসীর মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেছে।








