খুদেদের উদ্যোগে অভিনব ফুড ফেস্টিভ্যাল, উৎসবে মাতলো তারঘেরা এস পি প্রাইমারি স্কুল
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়ি: বনবস্তী ঘেরা তারঘেরা এস পি প্রাইমারি স্কুলে খুদে পড়ুয়াদের হাত ধরে আয়োজন করা হলো এক অভিনব ফুড ফেস্টিভ্যাল। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও আরও আগ্রহী করে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক দিলীপ সরকার। তিনি জানান, স্কুলের শিশু সংসদের সক্রিয় ভূমিকার ফলেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন সম্ভব হয়েছে। শিশু সংসদের মনোনীত প্রধানমন্ত্রী পঞ্চম শ্রেণির ছাত্রী পূরবী রায়, উপ-প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণির অর্পিতা ওরাও এবং খাদ্যমন্ত্রী পঞ্চম শ্রেণির নয়ন রায়দের উৎসাহ ও উদ্যোগেই অনুষ্ঠানটি সাফল্য পেয়েছে। খাদ্যমন্ত্রী নয়ন রায় জানায়, “আমরা প্রত্যেকেই এদিন বাড়ি থেকে পিঠেপুলি, ঘুঘনি, নুডলস, চা, বিস্কুটসহ নানা ধরনের খাবার নিয়ে স্কুলে এসেছিলাম।” অন্যদিকে প্রধানমন্ত্রী পূরবী রায় বলে, “নিয়ম মেনে প্রতিদিনের লেখাপড়ার মাঝে আজকের এই উৎসব আমাদের জন্য একেবারেই অন্যরকম স্বাদ নিয়ে এসেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালের অবর বিদ্যালয় পরিদর্শক বনশ্রী দাস। তিনি খুদে ছাত্রছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন অনুষ্ঠান আয়োজনের ওপর জোর দেন। স্কুল প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশে শিশুদের হাসি-আনন্দে হয়ে ওঠে ফুড ফেস্টিভ্যাল।








