এসআইআর হিয়ারিংয়ের নামে ভোটার হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম, সামশেরগঞ্জ: এসআইআর-এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার সামশেরগঞ্জ বিডিও অফিসে তীব্র বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেস। সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভকে ঘিরে প্রশাসনিক চত্বরে ব্যাপক হইচই সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেই সংক্রান্ত কোনও স্পষ্ট তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অবিলম্বে যাঁদের এসআইআর হিয়ারিং করা হবে, তাঁদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
বিক্ষোভস্থলে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট (BLA) থাকতে না দেওয়া হলে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করার দাবিও তোলা হয়। তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, সকালে নোটিশ দিয়ে দুপুরেই হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে ভোটারদের। এমনকি ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদেরও জরুরি ভিত্তিতে নোটিশ দিয়ে হাজির হতে বলা হচ্ছে। এতে তারা কীভাবে সময়মতো হিয়ারিংয়ে আসবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। অবিলম্বে এই হয়রানি বন্ধের দাবি জানিয়ে তৃণমূল নেতৃত্বরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।








