সরকারি খালের পাশে সরকারি জমিতে গাছ কাটার অভিযোগ, জয়নগরের বহড়ুতে চাঞ্চল্য
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর: সরকারি নয়ানজুলির পাশে সরকারি জমিতে থাকা একাধিক মূল্যবান গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার অন্তর্গত বহড়ু এলাকায়। ঘটনাটি জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের মিঠানী খাল সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে খালপাড়ে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার ঘটনা নজরে আসে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা কাটা গাছ আটকে দেন এবং গ্রাম পঞ্চায়েতকে অবহিত করেন। খবর পেয়ে বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান নিজে তাঁর প্রতিনিধি পাঠিয়ে কাটা গাছ সরিয়ে নিয়ে যাওয়া বন্ধ করেন। এরপর জয়নগর থানা, জয়নগর ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), সেচ দফতরের মগরাহাট ডিভিশন এবং বন দফতরে লিখিত অভিযোগ জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে শনিবার ঘটনাস্থলে পরিদর্শনে যান বন দফতরের আধিকারিকরা এবং বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর। বন দফতরের এক আধিকারিক জানান, সরেজমিনে তদন্ত করে দেখা গেছে গাছগুলি সরকারি জমিতেই ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর বলেন, মিঠানী খালের পাশে ওই সরকারি জমিতে কয়েক বছর আগে বনসৃজনের উদ্দেশ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ লাগানো হয়েছিল। কীভাবে এবং কার মাধ্যমে ওই গাছগুলি বেআইনিভাবে কাটা হল, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, জয়নগর ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক শুভদীপ দাস জানান, সরকারি জমিতে গাছ কাটার বিষয়ে তথ্য পাওয়া গেছে। ওই জমি সেচ দফতরের অধীন বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাটা গাছ বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।








