সামসেরগঞ্জে অধীর চৌধুরীর মিছিলে জনসমুদ্র
নতুন পয়গাম, সামসেরগঞ্জ: শনিবার বিকেলে সামসেরগঞ্জে কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মিছিল ও জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ডাকবাংলা মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত বিশাল মিছিলে মানুষের ঢল দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেসের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে গোটা এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাস্তা, চোখে পড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিছিল শেষে কাঞ্চনতলা গঙ্গা ঘাটে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা। গঙ্গার ধারে খোলা আকাশের নিচে এই সভা উৎসবের রূপ নেয়। জনতার করতালি ও স্লোগানে মুখরিত সভামঞ্চে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধীররঞ্জন চৌধুরী। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী, মহকুমা সভাপতি আলফাযুদ্দীন বিশ্বাস, সামসেরগঞ্জ ব্লক সভাপতি তাশিরুদ্দিন আহমেদ-সহ অন্যান্য নেতৃত্ব।
বক্তৃতায় অধীর পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, ওয়াকফ ইস্যু ও SIR প্রসঙ্গ তুলে ধরে বিজেপি ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপির বিভাজনের রাজনীতি আর তৃণমূলের দুর্নীতির মাঝে মানুষ বিপর্যস্ত।” সভা থেকে ধুলিয়ান পৌরসভা ও সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির দুর্নীতির অভিযোগও তোলা হয়। সভা শেষে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অর্ধশতাধিক কর্মী-সমর্থক।








