কান্দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ইমাম সংগঠনের উদ্যোগে
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে কান্দি পৌরসভার কমিউনিটি হলে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সমাজে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়, বরং মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম। বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তাঁরা। শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির এসডিও প্রদীপ বিশ্বাস, এসডিপিও, বিডিও ও আইসি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কান্দি মহকুমা সভাপতি মাওলানা মোঃ আব্দুস সবুর। এছাড়াও সভায় পুরোহিতদের জেলা সম্পাদক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম, আলেম ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। সভা শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।








