ধূপগুড়ির শালবাড়িতে বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির ঝটিকা সফর
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ধূপগুড়ির শালবাড়িতে ঝটিকা সফরে এলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই আকস্মিক সফর ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও মনোবল বাড়তে দেখা যায়। শনিবার কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার পথে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় কিছুক্ষণ দাঁড়ান শমিক ভট্টাচার্য। সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। পরে স্লোগানের মধ্যেই তিনি পায়ে হেঁটে শিব মন্দিরে প্রবেশ করে পুজো দেন এবং এরপর নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিতে রওনা দেন।
অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শালবাড়ি সোনাতলা হাট এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন করে ভোট প্রচারের সূচনা করেন। পরে তিনি এক বিজেপি নেতৃত্বের বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মসূচি এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল নিয়ে আলোচনা হয়। এই সফর প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন, “সারা দেশজুড়ে বিজেপির নেতৃত্ব আজ শিবলিঙ্গে জল ঢালছেন। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ইতিহাস আমাদের ঐতিহ্য ও আত্মবলিদানের কথা মনে করিয়ে দেয়।”
রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেন, এই ঝটিকা সফরের সঙ্গে ওই পদত্যাগের কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক মহলের মতে, এই সফর আসন্ন নির্বাচনের প্রস্তুতির দিক থেকে তাৎপর্যপূর্ণ।








