সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, তার আগেই শিল্প চাই বলে ব্যানার পড়ল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরের সিংহেরভেরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। সভাস্থলে আগাছা পরিষ্কার করে টাটার ন্যানো কারখানার জমিতে হ্যাঙ্গার তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে হেলিপ্যাড। প্রস্তুতির সব বিষয়টি বিজেপি নেতৃত্ব তদারকি করছে বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সভার আগেই সিঙ্গুরের জমিতে শিল্পের দাবি উঠতে শুরু করেছে আবারও। প্রসঙ্গত, তৃণমূলের আন্দোলনের চাপে ২০০৮ সালে টাটা কোম্পানি সিঙ্গুর ছেড়ে পাড়ি দেয় গুজরাটের সানন্দে। নরেন্দ্র মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছেন। কিন্তু সিঙ্গুরে সভা করেননি। ২০১৬ সালে টাটার ন্যানো গাড়ি তৈরির জন্য করা কারখানার শেড বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর এবার সিঙ্গুরের টাটাদের সেই জমিতেই সভা করছেন। সিঙ্গুরের কৃষকরা মনে করছেন প্রধানমন্ত্রী যদি সিঙ্গুরে শিল্পের বার্তা দেন, তাহলে জনসাধারণের সমর্থন পাবেন। বিজেপিও সেই সমর্থন পেতে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। “সিঙ্গুরে শিল্প চাই”- ব্যানার দেওয়ার পাশাপাশি নেতারা বলছেন, ডবল ইঞ্জিন সরকার হবে, আবার সিঙ্গুরে শিল্প হবে। বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার স্থল পরির্দশন করবেন এবং সিঙ্গুরের কৃষকদের হাতে সভার আমন্ত্রণপত্র তুলে দেবেন।








