বারুইপুরে এস আই আর শুনানিতে আসতে হলো ৭৫ বছরের অসুস্থ বৃদ্ধাকে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: এস আই আর শুনানিতে এবার আসতে হল মানসিক ভাবে অসুস্থ ও হাঁটাচলায় অক্ষম ৭৫ বছরের মন্টু বসু দে কে। বাড়ি বারুইপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে।শনিবার বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়ে শুনানি ছিলো বারুইপুর পৌরসভা এলাকার। সেখানেই ৭৫ বছরের বোনকে টোটোয় বসিয়ে আনতে হল দাদাকে। মন্টুদেবী কথা বার্তাও তেমন গুছিয়ে বলতে পারেন না। বয়সের ভারে কাবু। লাঠি নিয়ে চলতে হয়। তাঁর ভাই তপন বসু বলেন, ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই দিদির। তাই শুনানির নোটিশ পেয়ে আসতে হল কষ্ট করে। বোনের শরীর খারাপ তার মধ্যেও আসতে হল।বারুইপুর পৌরসভার কাউন্সিলার তাপস ভদ্র নিজেই তাঁকে আনার জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন।পাশাপাশি, বারুইপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭২ বছরের উমা চক্রবর্তীও শুনানিতে আসতে হয়। কিন্তু কাজে টেকনিকাল সমস্যা থাকায় তাঁর শুনানি হয়নি এদিন। ফিরতে হল বাড়ি।আর এস আই আরের শুনানির হয়রানির চিত্র উঠে এলো বারুইপুরে।








