হুগলি জেলা এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে সাধারণতন্ত্র দিবস পালিত হল চুঁচুড়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ সোমবার সারাদেশে সাধারণতন্ত্র দিবস পালনের সঙ্গে হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতেও ভারতের ৭৭ তম সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলির জেলা শাসক খুরশিদ আলম কাদরী। এদিন তিনি চুঁচুড়া ময়দানে জনগণের উদ্যেশ্যে রাজ্য সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে বক্তব্য রাখেন। জেলার স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের শ্রদ্ধা জানান। এদিন জেলা শাসক এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশ কমিশনার কামনাশিস সেন কুচকাওয়াজে অংশগ্রহণকারী পুলিশের বিভিন্ন বাহিনী, দমকল, অসামরিক প্রতিরক্ষা বাহিনী সহ বিভিন্ন বিদ্যালেয়ের এন সি সি এবং স্কাউট বাহিনীর ট্যাবলো পরিদর্শনের পাশাপাশি অভিবাদন গ্রহণ করেন। পুলিশ বাহিনী বীর সংগ্রামীদের উদ্যেশ্যে গুলি ছুঁড়ে সম্মান প্রদর্শন করেন।
এদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগেও সাধারণতন্ত্র দিবস পালিত হয়। চুঁচুড়া পুলিশ লাইনস মাঠে পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা জাভালগি। কুচকাওয়াজে অংশ নেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি। এখানেও গান স্যালুট দেন পুলিশ কর্মিরা। এদিন পুলিশ কমিশনার একটি ট্রাফিক গাইড বুক উদ্বোধন করেন। বিগত বছরে চন্দননগর পুলিশ ও ট্রাফিকের কাজ, সাফল্য, সমাজ সচেতনতা এবং মানুষের পাশে দাঁড়ানো সব কিছুই তুলে ধরা হয়েছে গাইড বুকে।








