কালিয়াচকের নালদাহারিতে এইম পয়েন্টের সাফল্য, SSC GD ২০২৫-এ ৮ জন নিরাপত্তা বাহিনীতে
নতুন পয়গাম, আবু রাইহান, মালদা: ঘরে ঘরে চাকরি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার নালদাহারি গ্রামে তিন বন্ধু , সাগর মণ্ডল, প্রদ্যুৎ কুমার মণ্ডল ও তাপস রায় – এর উদ্যোগে গড়ে উঠেছে এইম পয়েন্ট কোচিং সেন্টার। শনিবার এই প্রতিষ্ঠানে SSC GD ২০২৫ পরীক্ষায় নির্বাচিত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত বছরের এবং SSC GD ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জন করে দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে নির্বাচিত হওয়া ছাত্রছাত্রীদের সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইম পয়েন্ট থেকে প্রশিক্ষণ নিয়ে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন- প্রসেনজিৎ মণ্ডল (CISF), রাহুল মণ্ডল (CRPF), কৃষ্ণ মণ্ডল (CRPF), প্রশান্ত মণ্ডল (BSF), সুশান্ত প্রামানিক (BSF), মলয় মণ্ডল (BSF), সঞ্জু প্রামানিক (BSF) এবং সৌমেন ঘোষ (BSF)। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্বাচিত ছাত্রদের ফুল, উত্তরীয়, ট্রফি ও মেডেল পরিয়ে সংবর্ধনা জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান।
এইম পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কুমার মণ্ডল বলেন, প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলে-মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্য নিয়েই ২০২০ সালে আমরা এইম পয়েন্টের পথচলা শুরু করি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান থেকে ২৫ জন ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি চাকরিতে নিযুক্ত হয়েছেন। আবার ২০২৫ সালে আমাদের কোচিং সেন্টার থেকে ৮ জন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে চলেছেন। এই সাফল্য শুধু ছাত্রদের নয়, গোটা কালিয়াচক এলাকার গর্ব।”
তিনি আরও জানান, ২০২০ সাল থেকে এইম পয়েন্টে SSC GD, CRPF, BSF, CISF, WBP, KP, রেলসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, শিক্ষক সাগর মণ্ডল বলেন, আমাদের কোচিং সেন্টারে দরিদ্র ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। আমরা চাই না টাকার অভাবে কারও প্রতিভা চাপা পড়ে যাক। সবাই যেন সরকারি চাকরিতে সুযোগ পায়, সেই ব্যবস্থাই আমরা করে চলেছি। শিক্ষক তাপস রায় বলেন, দূরের ছাত্রছাত্রীরাও এখানে এসে পড়াশোনা করতে পারে, তাই হোস্টেলের ব্যবস্থাও রয়েছে। ছাত্র ছাত্রীদের সাফল্য আমাদের এইম পয়েন্ট কোচিং সেন্টাটিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের শেষে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাঁদের সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান ও প্রতিষ্ঠানের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। উপস্থিত সকলেই এইম পয়েন্টের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং আগামী দিনে আরও বেশি যুবক-যুবতী দেশের সেবায় যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।








