এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু বানারহাটে
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, জলপাইগুড়ি: এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ফের শোকের ছায়া নেমে এল বানারহাটের গয়েরকাটায়। রবিবার রাতে ধূপগুড়ি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গয়েরকাটার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রবীন্দ্রনাথ সাহা (৬৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর মেয়ে রিম্পা সাহা হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি নোটিশ আসে তাঁর নামে। অভিযোগ, নামের বানানে ত্রুটির কারণেই এই জটিলতা তৈরি হয়। আগেই জন্মের শংসাপত্র জমা দেওয়া হলেও নতুন করে শুনানির নির্দেশ আসায় পরিবার চাপে পড়ে।
রবিবার সকাল থেকেই বিভিন্ন দপ্তরের সামনে লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দিতে ব্যস্ত ছিলেন রবীন্দ্রনাথ সাহা। দিনের শেষে বাড়ি ফিরে তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন। শুরুতে পায়ে যন্ত্রণা হলেও অল্প সময়ের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। পরিবারের সদস্যদের বক্তব্য, ওইদিন সকাল পর্যন্ত তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না। তবে নোটিশ ঘিরে মানসিক অস্থিরতা তাঁকে ভেঙে ফেলেছিল। এসআইআর প্রক্রিয়ার চাপেই এই মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ। ঘটনায় এলাকায় শোকের সঙ্গে ক্ষোভ ছড়িয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার বার্তা শাসকদলের। মৃত্যুর দায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের দিকে ঠেলেছেন এলাকার পঞ্চায়েত উপ প্রধান গোপাল চক্রবর্তী।








