বাঙালি ও বাঙালিয়ানার বইপ্রকাশ
নতুন পয়গাম, জসীমুদ্দিন, কলকাতা: গতকাল কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালি ও বাঙালিয়ানার পঞ্চম বর্ষীয় বই প্রকাশ ও সাহিত্য অনুষ্ঠান। অনুষ্ঠানের যুগ্ম উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মৌলিক গায়ক রনজিত ভট্টাচার্য রঞ্জন মহাশয় ও প্রসিদ্ধ কবি তনুশ্রী বসু পাত্র। এবং যুগ্ম সভাপতি ছিলেন মুম্বাই নিবাসী বাঙালি চলচ্চিত্রকার অমিতাভ মিত্র মহাশয়, বিশ্বভারতীর অধ্যাপিকা ও কবি ঝর্না দত্ত মহাশয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক দিলীপ রায়, সঞ্চালক, কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয়, জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত সাধন কুমার হালদার ও শোভন চট্টোপাধ্যায় মহাশয়, বিশিষ্ট কবি ও সমাজসেবী, সংগঠক মানব মুখোপাধ্যায়। এছাড়াও সাহিত্যজগৎ প্রকাশনীর কর্ণধার, গায়ক শিবব্রত মৈত্র, শিবশঙ্কর বক্সি মহাশয়, কবি ও সাংবাদিক ২৪ নিউজ চ্যানেলের বেবি চক্রবর্তী মহাশয়া ও উপন্যাসিক ও সংগঠক অমলেশ কুমার ঘোষ মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কবি সীতাংশু ভট্টাচার্য, কবি পম্পা হালদার, সুদেষ্ণা মন্ডল, ও উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রদীপ কুমার দে মহাশয়। পরিবারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সমীর মুখার্জির আন্তরিক আহবানে প্রায় ৭০ জন আমন্ত্রিত গুণীজনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলেছিলেন। অনুষ্ঠানে মোট দশটি বইয়ের মোড়ক উন্মোচিত হয এর মধ্যে ছয়টি বই, কোনরূপ শুভেচ্ছা মূল্য ছাড়াই গুণীজনদের মধ্যে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে, বাঁকুড়ার বিশিষ্ট কবি ও সাহিত্যিক, নিত্যানন্দ ভূঁই মহাশের একটি বই প্রকাশ পায়। অনুষ্ঠান শেষে পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক সমীর মুখার্জি মহাশয় আমন্ত্রিত সকল সদস্যকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








