BREAKING:
নতুন প্রধান বিচারপতি সুজয় পাল পুরভোটের পর মহারাষ্ট্রে রিসর্ট রাজনীতি! ঘোড়া কেনাবেচার ভয়ে জয়ীরা হোটেল-বন্দি প্রসঙ্গ: বাংলায় মুসলমানদের অবদান আলিয়া বিশ্ববিদ্যালয়ে জামাআতের সেমিনার শিক্ষায় ইসলামের ঐতিহাসিক অবদান ও বর্তমান প্রাসঙ্গিকতা শিক্ষা কি কেবল চাকরির সিঁড়ি? প্রতিরক্ষা খাতের নিয়ন্ত্রণ কি বিদেশের হাতে? এফডিআই-এর সীমা বাড়িয়ে ঝুঁকির মুখে কেন্দ্র মালদা-মুর্শিদাবাদে দাঙ্গার কারণ অনুপ্রবেশ: মোদি ডিএ মামলার রায় এত প্রলম্বিত হচ্ছে কেন? বিধানসভা ভোটের আগে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, চুঁচুড়ায় সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগেই পোস্টার পড়ল, দাবি নতুন রেল স্টেশনের কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রেস’, রাজ্য ও ভিনরাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণ ৮০ জনেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষের অভিনয়ে ব্যতিক্রমী চলচ্চিত্র ওয়ান লিটল ফিঙ্গার কালিয়াচক বনি চাইল্ড মিশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: উচ্ছ্বাসে মাতলো ছাত্রছাত্রীরা টিটোয়েন্টি থেকেও ছিটকে গেলেন সুন্দর, বিশ্বকাপেও অনিশ্চিত ম্যাচ জিতলেও, হতাশ করলো বৈভবরা বিতর্কিত নাজমুল ইসলামকে বহিষ্কার করলো বিসিবি সপ্তগ্রামের কেষ্টপুরে ৫১৯ বছরের অভিনব মাছের মেলা, ভোর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট ভুল বিধানসভা কেন্দ্রের উল্লেখে এসআইআর নোটিশ ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিত অবস্থান বিক্ষোভ! খুদেদের উদ্যোগে অভিনব ফুড ফেস্টিভ্যাল, উৎসবে মাতলো তারঘেরা এস পি প্রাইমারি স্কুল জনতা উন্নয়ন পার্টির প্রতিবাদ কর্মসূচি, শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের কান্দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ইমাম সংগঠনের উদ্যোগে ডেটা অ্যানালিসিস ও এআই বিষয়ক কর্মশালায় নতুন দক্ষতার আলোকপাত এসআইআর নোটিশ ঘিরে উত্তাল মাটিয়া, দিনভর টাকি রোড অবরোধ বয়স মাত্র দশ বছর কিন্তু সাফল্যের নিরিখে সে অনেক বড়দেরও অনুপ্রেরণা  সুন্দরবনের মৈপীঠে অবাধে ম্যানগ্রোভ নিধন চলছে, প্রশাসন নির্বিকার সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে ব্যবহার হচ্ছে রিমোট অপারেটেড ভেহিকেল এসআইআর ঘিরে উত্তেজনা ভাঙড়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এসআইআর প্রক্রিয়ার নামে হেনস্থার অভিযোগ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে রেকর্ড জনসমাগম নলহাটি ২নং ব্লকে SIR তালিকায় ৩১ হাজার গরমিল আজ শুরু ছোটদের বিশ্বকাপ, প্রথম দিনেই মাঠে নামছে ভৈবরা ব্যর্থ বিরাট, ব্যর্থ ভারতও; কাজে এল না রাহুলের দুরন্ত সেঞ্চুরি শীর্ষে বিরাট, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ড্যারিল মিচেল ইন্দাসে আনুমানিক ৪০০ বছরের পুরানো শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়চি মেলার শুভ উদ্বোধন ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান আরামবাগে পঞ্চদশ বর্ষের গ্রন্থমেলা ও নাট্যোৎসব ২০২৬ বেশ জমে উঠেছে শীতের রাতে ভরসা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ কর্মসংস্থান ও শিল্পে ব্যর্থতার অভিযোগ, পূর্ব বর্ধমানে তৃণমূলকে আক্রমণ অগ্নিমিত্রা পলের কালিয়াচকে শীতবস্ত্র বিতরণ: দুঃস্থদের পাশে সুজাপুরের আব্দুল হান্নান বিলুপ্তির পথে কালিয়াচকের শেরশাহি ও মোথাবাড়ির বাবলা এলাকার ঐতিহ্যবাহী তাত শিল্প ছবি এঁকে দিল্লিযাত্রা কৃতি ছাত্র ইমরানের পৌষের শেষে ফসল ঘরে, ধর্ম ও সংস্কৃতির মিলনে গ্রামবাংলায় মকর সংক্রান্তির উৎসব শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রাজা। হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস আজ জিতলেই সিরিজ ভারতের, বেগ দিতে মরিয়া নিউজিল্যান্ডও বাংলাদেশের দাবিকে নস্যাৎ করলো আইসিসি বার্সার কাছে হেরে চাকরি হারালেন রিয়াল কোচ জাভি আলান্সো জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীতে দিঘায় নয়, দাবি পুরীর শঙ্করাচার্যের বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালো ঘাসফুল শিবির খাদ্যের লোভে লোকালয়ে হাতির হানা, আতঙ্ক এলাকা জুড়ে চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (চতুর্থ সেমেস্টার) প্রস্তুতি সভা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিল দশটি পরিবার মেলেনি লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, অবিবাহিত বৃদ্ধার নতুন ঘর বানিয়ে দিল আনসারী, সাগর, সুজনরা ভোটার তালিকায় সন্দেহভাজন ভোটার, নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ চুঁচুড়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, তার আগেই শিল্প চাই বলে ব্যানার পড়ল “সৃজন” এর উদ্যোগে তিন দিনের নাট্য উৎসব ও সংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান ও প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ শিবির সুনীতা উদ্যোগে ইরানের সঙ্গে বৈঠকের তোড়জোর চলছে: ট্রাম্প পিঠ চুলকে বিপুল আয়, পেশার নাম ‘স্ক্র্যাচ থেরাপি’ ডিব্রুগড়ে চা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির দাবি সন্তান লালন-পালনে করণীয় ও বর্জনীয় নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে গাজাবাসীকে পাঠানোর ছক নেতানিয়াহুর এআই নিয়ে মধ্যমপন্থার পক্ষে কেন্দ্র নীতীশের হিজাব সরানো আসলে কী বলছে রাষ্ট্রকে? ছাত্র সংগঠন এসআইও-র উদ্যোগে রানীনগর-২ ব্লকে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছেলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন পালন কবি রমেন্দ্র কুমার আচার্য্যচৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন কবি ও গল্পকার মানসী কবিরাজ পড়ুয়া ও শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি বিদ্যালয় ধর্মের মেরুকরণ নয়, মানবিক ভারত গড়ার আহ্বান স্বামীজির জন্মজয়ন্তীতে যাদবপুর (বাঘাযতীন) স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান তৃণমূলের নেতা-মন্ত্রীরা অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেই রাজনীতিতে এসেছে : হাসিবুল ইসলাম মুম্বাইয়ে পিটিয়ে খুন পরিযায়ী শ্রমিক জাতীয় যুব দিবসে ক্যারিয়ার কাউন্সেলিং ও বিশেষ যুবসমাবেশ আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ নারী সুরক্ষায় পুলিশের মানবিক উদ্যোগ সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী ধূপগুড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল বারুইপুরে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত মহাকাশে বাড়ছে আবর্জনার ঝুঁকি মহাবিশ্বের নতুন রহস্য ‘ব্যর্থ ছায়াপথ’ ‘জেনারেশন গ্যাপ’ — সম্পর্কের বোঝাপড়ায় চ্যালেঞ্জিং সঠিক সময়ে রাতের খাবার খাওয়া কেন জরুরি? ইরানে ইসলামী বিপ্লব ও রাজতন্ত্রের অবসান আল-আমীন শামসুন একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ শিবির কালিয়াচকে আজাদ সমাজ পার্টির যোগদান সভা আইপ্যাকের দপ্তরে ইডি হানা, প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি রঘুনাথগঞ্জে ‘নতুন দিশা’ কো-অপারেটিভ সোসাইটির শুভ উদ্বোধন জয়নগরের মোয়ার গুণগত মান যাচাইয়ে খাদ্য দফতরের অভিযান শীতের রবিবার মানেই পিকনিকের ঢল, জমজমাট ক্ষেতী মুজাফফর ফরেস্ট ভাঙড়ে আইএসএফের রক্তদান শিবির ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত উভয়পক্ষের একাধিক এসআইআর এ সবচেয়ে বেশি নাম বাদ যাবে মতুয়াদের, এই আতঙ্কে মতুয়ারা দিশেহারা: মমতাবালা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির ২০২৬ লোহাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রুদ্ধশ্বাস ম্যাচে সুপার কাপ জিতলো বার্সেলোনা, নায়ক রাফিনহা ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘বাংলাদেশ’ যোগ, আবার বিতর্ক

শিক্ষায় ইসলামের ঐতিহাসিক অবদান ও বর্তমান প্রাসঙ্গিকতা

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:৫৩ | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৭:০৫
মানবসভ্যতার ইতিহাসে শিক্ষা একটি মৌলিক ভিত্তি। জ্ঞানচর্চা ও নৈতিক উৎকর্ষ ছাড়া কোনো জাতি বা সমাজ টেকসই উন্নতির পথে অগ্রসর হতে পারে না। ইসলামের আবির্ভাবের পর থেকেই শিক্ষা ও জ্ঞানার্জন মানব জীবনের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র জীবনবিধান আল কুরআনের প্রথম অবতীর্ণ বাণী “ইকরা” (পড়ো)-ই প্রমাণ করে, ইসলাম মূলত একটি জ্ঞানভিত্তিক ধর্ম।

সেখ মঈনুল হকঃ মানবসভ্যতার ইতিহাসে শিক্ষা একটি মৌলিক ভিত্তি। জ্ঞানচর্চা ও নৈতিক উৎকর্ষ ছাড়া কোনো জাতি বা সমাজ টেকসই উন্নতির পথে অগ্রসর হতে পারে না। ইসলামের আবির্ভাবের পর থেকেই শিক্ষা ও জ্ঞানার্জন মানব জীবনের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পবিত্র জীবনবিধান আল কুরআনের প্রথম অবতীর্ণ বাণী “ইকরা” (পড়ো)-ই প্রমাণ করে, ইসলাম মূলত একটি জ্ঞানভিত্তিক ধর্ম।
ইসলামের শিক্ষাদর্শন:
ইসলাম শিক্ষাকে কেবল পার্থিব সাফল্যের মাধ্যম হিসেবে নয়; বরং আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবকল্যাণের পথ হিসেবে বিবেচনা করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয (আবশ্যিক)।” এই দৃষ্টিভঙ্গি শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করেছে।
ঐতিহাসিক অবদান:
ইসলামী সভ্যতার স্বর্ণযুগে (৮ম থেকে ১৩শ শতাব্দী) শিক্ষা ও গবেষণায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। বাগদাদের বায়তুল হিকমাহ, কর্ডোবার বিশ্ববিদ্যালয়, আল-আজহার বিশ্ববিদ্যালয়-সহ অসংখ্য মাদরাসা ও জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, রসায়ন ও ভূগোল ইত্যাদি শিক্ষা দেওয়া হত।
ইবনে সিনা, আল-খারিজমি, আল-ফারাবি, ইবনে রুশদ প্রমুখ মুসলিম মনীষীর গবেষণা ইউরোপীয় রেনেসাঁর ভিত্তি রচনা করে। শূন্যের ব্যবহার, বীজগণিতের বিকাশ, চিকিৎসা বিজ্ঞানে ক্লিনিক্যাল পদ্ধতির সূচনা — সবই ইসলামী শিক্ষাব্যবস্থার উজ্জ্বল অবদান।
নৈতিক ও মানবিক শিক্ষা:
ইসলামী শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়। জ্ঞানকে ক্ষমতা বা আধিপত্যের হাতিয়ার না বানিয়ে তা মানবকল্যাণে ব্যবহারের শিক্ষা ইসলাম দেয়। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা — এসব গুণাবলি ইসলামী শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
বর্তমান প্রাসঙ্গিকতা:
আজকের বিশ্বে যখন শিক্ষা অনেক ক্ষেত্রে কেবল চাকরি ও প্রতিযোগিতার উপকরণে পরিণত হয়েছে, তখন ইসলামের সমন্বিত শিক্ষাদর্শন নতুন করে গুরুত্ব পাচ্ছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নৈতিক শিক্ষা সংযুক্ত না হলে সমাজে অবক্ষয়, সহিংসতা ও বৈষম্য বাড়ে — যা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি।
ইসলাম শিক্ষা ও বিজ্ঞানকে পরস্পরবিরোধী নয়; বরং পরিপূরক হিসেবে দেখে। তাই বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি, যেখানে চিন্তাশীলতা, গবেষণা ও মানবিকতা একসঙ্গে বিকশিত হবে।
উপসংহার:
শিক্ষায় ইসলামের ঐতিহাসিক অবদান কেবল অতীতের গৌরব নয়; বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও এক শক্তিশালী দিকনির্দেশনা। একবিংশ শতাব্দীর সিকিভাগ পেরিয়ে এই সত্য নতুন করে উপলব্ধি করা জরুরি — জ্ঞান, নৈতিকতা ও মানবতার সমন্বয়ই পারে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে।
(লেখক: আইনজীবী ও সভাপতি, বেঙ্গল মাইনোরিটি ফোরাম)

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder