পুরভোটের পর মহারাষ্ট্রে রিসর্ট রাজনীতি! ঘোড়া কেনাবেচার ভয়ে জয়ীরা হোটেল-বন্দি
নতুন পয়গাম, মুম্বই: মুম্বাই পুরসভা ভোটের ফল প্রকাশের পর গ্রেটার মুম্বাইয়ে নতুন মেয়র কে হবেন, তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে। ২২৭-এর মধ্যে বিজেপি ৮৯ আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও, ম্যাজিক ফিগার ছুঁতে তারা ব্যর্থ। এই পরিস্থিতিতে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার ২৯ জন কাউন্সিলর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
ফল প্রকাশের পরই শিন্ডে তাঁর দলের ২৯ কাউন্সিলরকে বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে লুকিয়ে রেখেছেন। সরকারিভাবে একে ‘ওরিয়েন্টেশন’ বা নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণের অংশ বলা হলেও, রাজনৈতিক মহলের মতে, দল ভাঙানো বা ঘোড়া কেনাবেচা আটকাতেই এই কৌশল নেওয়া হয়েছে।
অন্যদিকে, ৬৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা শিবসেনা-র প্রধান উদ্ধব ঠাকরে পরাজয় মেনে না নিয়ে স্পষ্ট জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর দলের মেয়র বসানোর স্বপ্ন এখনও ফুরিয়ে যায়নি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ঈশ্বর চাইলে এখনও শিবসেনার মেয়র হওয়া সম্ভব।” বিজেপিকে আক্রমণ করে তার দাবি, নির্বাচনে সরকারি কলকাঠি নেড়ে এবং কালির কারচুপি করে জয় পাওয়া গেছে, কিন্তু মানুষের মনে শিবসেনার জায়গা টলানো যায়নি।
বর্তমানে যে অংক দাঁড়িয়েছে, তাতে কোনো একক দল বা জোটের হাতে নিরঙ্কুশ সংখ্যাধিক্য নেই। কংগ্রেস (২৪), এমএনএস (৬), মিম (৮) এবং অন্যান্য ছোট দলগুলোর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উদ্ধব ঠাকরে বিশ্বাস ঘাতকতার অভিযোগ তুলে শিন্ডে গোষ্ঠীকে বিঁধে দাবি করছেন, তাঁর দল মাঠের লড়াইয়ে এখনও শক্তিশালী। সব মিলিয়ে, মুম্বাইয়ের মেয়রের কুর্সি দখলের এই লড়াই এখন এক জটিল আইনি ও রাজনৈতিক সমীকরণের দিকে মোড় নিয়েছে।








