প্রসঙ্গ: বাংলায় মুসলমানদের অবদান আলিয়া বিশ্ববিদ্যালয়ে জামাআতের সেমিনার
নতুন পয়গাম, কলকাতা: সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এক্সিলেন্স (CRE)-এর উদ্যোগে আয়োজিত দু-দিনব্যাপী ইতিহাস সম্মেলনের প্রথম দিন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে “বাংলায় মুসলমানদের অবদান ও তার গতিধারার উন্নয়ন” বিষয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হল শনিবার। এতে গবেষক, শিক্ষক, অধ্যাপক, ছাত্র-ছাত্রীরা তাদের পেপার প্রেজেন্টেশন করেন এবং সেমিনারে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ চেয়ার করেন।
প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ (চেয়ার) অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত দে। বক্তব্যে তিনি বলেন, ”বাংলায় মুসলমানদের উপস্থিতি কেবল রাজনৈতিক ক্ষমতার ইতিহাস নয়; বরং প্রশাসনিক কাঠামো, শিক্ষাব্যবস্থা, সাহিত্য, স্থাপত্য ও সামাজিক বিন্যাসের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ইতিহাসচর্চায় এই দিকগুলি আরও গবেষণাভিত্তিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা প্রয়োজন।”
বিশেষ অতিথি ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ট্রাস্ট-এর চেয়ারম্যান ডা. মসিহুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ইতিহাসকে কেবল অতীতের ঘটনা হিসেবে নয়, বর্তমান সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা উচিত। বাংলার সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতি গঠনে মুসলমানদের ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, যা বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন।
এছাড়াও এই মনোজ্ঞ সেমিনারে আলোচনা করেন অধ্যাপক ড. এম. সাজ্জাদ আলম রিজভী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং অধ্যাপক ড. ইশতিয়াক হুসাইন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রমুখ।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতারা আলোচনার বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। অনুষ্ঠানের শেষে CRE-র ডিরেক্টর মসিউর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনার পরিচালনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ইতিহাস সামিটের আহ্বায়ক সাঈদ বিএস আল মামুন।








