ডেটা অ্যানালিসিস ও এআই বিষয়ক কর্মশালায় নতুন দক্ষতার আলোকপাত
নতুন পয়গাম, মালদা: কলকাতার বেদান্ত কলেজে (বেদান্ত ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত) “ডেটা অ্যানালিসিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিনব্যাপী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। অনলাইন এবং অফলাইন যুগ্ম পদ্ধতিতে বা ব্লেন্ডেড মোডে এই কর্মশালা কালিয়াচক কলেজ, আইবিএস বিজনেস স্কুল এবং খ্যাস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়েছে, যা উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে একটি যৌথ উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই কর্মশালাতে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি বর্তমান যুগে ডেটা এনালাইসিস বা ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণের অপরিহার্যতা তুলে ধরেন এবং শিক্ষার্থী-গবেষকদের জন্য পরিসংখ্যানগত বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স -এর প্রয়োগে দক্ষতা অর্জনের উপর জোর দেন। তাঁর মতে, এই দক্ষতা শুধু একাডেমিক গবেষণাই নয়, বরং ব্যবসায়িক ও প্রশাসনিক ক্ষেত্রেও রূপান্তর ঘটাবে। তিনি উল্লেখ করেন আগামী দিনে প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে ডেটা সাইন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই দিকে লক্ষ্য রেখে সকলকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাস্টার হতে হবে। কালিয়াচক কলেজের উৎকর্ষতা সম্পর্কে তুলে ধরতে গিয়ে বলেন মালদা জেলার দক্ষিনে প্রান্তিক এলাকায় অবস্থিত এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আজকের দিনে উত্তরবঙ্গের আটটি জেলার অন্তর্গত গভর্নমেন্ট এডেড সকল ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড কাউন্সিল এর দ্বারা স্বীকৃত একমাত্র এ গ্রেড উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান l
প্রধান অতিথি হিসেবে আইবিএস বিজনেস স্কুলের পরিচালক ড. তাপস রঞ্জন সাহা একটি তাৎপর্যপূর্ণ বক্তৃতা দেন। তিনি ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে নীতিনির্ধারণ পর্যন্ত ডেটা বিজ্ঞানের বিপ্লবী ভূমিকা ব্যাখ্যা করেন। শিক্ষা খাতে এআই-এর প্রয়োগ, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের মতো অঞ্চলে দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা তাঁর বক্তৃতার মূল বিষয় ছিল। শিল্পক্ষেত্রে একাউন্টস বিভাগে গবেষণার ক্ষেত্রে ও শিক্ষার অঙ্গনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক অনন্য ভূমিকা পালন করছে তাই এগিয়ে যেতে হলে সকলকে এ বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠা, একান্ত জরুরী বলে তিনি মত প্রকাশ করেন। কর্মশালার প্রধান আকর্ষণ ছিল ড. সানিয়া শামীর দক্ষ পরিচালনায় সুসংগঠিত হাতে-কলমে প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা ডেটা সংগ্রহ, পরিশোধন, বিশ্লেষণ এবং ফলাফল ব্যাখ্যার ধাপগুলি শিখেছেন। বিশেষভাবে মোহাম্মদ হুজাইফার (Jamovi) সফটওয়্যার নিয়ে উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে। জম্ভি-এর ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস, পরিসংখ্যানগত পরীক্ষা এবং SPSS-R-এর তুলনায় সহজ শেখার সুবিধা তিনি ব্যাখ্যা করেন। গবেষণা, ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং পূর্বাভাসমূলক মডেলিংয়ে এর প্রয়োগ দেখানো হয়।
বেদান্ত কলেজের দাতব্য শিক্ষাদানের প্রতিশ্রুতি, কালিয়াচক কলেজের আঞ্চলিক নেতৃত্ব, আইবিএস বিজনেস স্কুলের ব্যবসায়িক দক্ষতা এবং খ্যাস ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগ—এই চারটি প্রতিষ্ঠানের সমন্বয় উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মতে, এই কর্মশালা শিক্ষার্থীদের ২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ও কর্মবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে l








