এসআইআর নোটিশ ঘিরে উত্তাল মাটিয়া, দিনভর টাকি রোড অবরোধ
নতুন পয়গাম, মনিরুল ইসলাম তপন; বসিরহাট: এসআইআর সংক্রান্ত নোটিশকে কেন্দ্র করে বৃহস্পতিবার বসিরহাটের মাটিয়া এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। বেগমপুর–বিবিপুর অঞ্চলে প্রায় সাত হাজারের বেশি মানুষের নামে নোটিশ পৌঁছনোর খবর ছড়াতেই পথে নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক হাজার মানুষ টাকি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। সকাল থেকেই টাকি রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ শুরু হয়। বিবিপুর এলাকায় সকাল দশটার পর বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বিডিও ও নির্বাচন কমিশনের প্রতিনিধিকে ঘটনাস্থলে এসে আলোচনায় বসতে হবে।
দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে যাত্রীবাহী বাস-সহ বহু ছোট-বড় যানবাহন রাস্তায় আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি সামাল দিতে মাটিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভকারীদের দৃঢ় অবস্থানের কারণে অবরোধ প্রত্যাহার করানো সম্ভব হয়নি। বিক্ষোভকারীদের পক্ষে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পল্টু মণ্ডল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মুসলিম অধ্যুষিত বুথগুলিকেই নিশানা করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিবেকনগর বুথে, যেখানে প্রায় সকলেই বাংলাদেশ থেকে আসা শরণার্থী, সেখানে মাত্র ৬০ থেকে ৬২ জনের নামে নোটিশ পাঠানো হয়েছে। অথচ মুসলিম-প্রধান বুথগুলিতে গড়ে ৩০০ থেকে ৪০০ জনের নামে নোটিশ জারি করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, এই নোটিশের মাধ্যমে খেটে খাওয়া সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, গোটা প্রক্রিয়ার আড়ালে মুসলিমদের ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করার একটি চক্রান্ত কাজ করছে। নোটিশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিক্ষোভকারীরা।








