ডিব্রুগড়ে চা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির দাবি
এম হাছিম আলি, ডিব্রুগড়: অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার ডিব্রুগড় জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বসবাসরত চা জনগোষ্ঠীর ৩৮টি জাতি ও উপজাতিকে জাতিগত শংসাপত্র ও নাম তালিকা থেকে বাদ পড়ে থাকায় সৃষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় মহাসভার সদস্যরা চৌকিডিঙীর খেল মাঠে সমবেত হয়ে ঐতিহ্যবাহী জাতীয় পোশাক পরিধান করে নিজেদের দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করেন এবং ডিব্রুগড় জেলাশাসকের কাছে জাতিগত শংসাপত্র প্রদানের দাবিতে স্মারকলিপি পেশ করেন।
প্রায় পাঁচ শতাধিক চা জনগোষ্ঠীর নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা জানান, অসম সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের নির্দেশে পিছিয়েপড়া শ্রেণি কমিশনের সমীক্ষার মাধ্যমে বিষয়টি সমাধানের নির্দেশ দেওয়া হলেও আজ পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি, অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার ডিব্রুগড় জেলা কমিটির পক্ষ থেকে আরও কয়েকটি দাবি-সহ অসমের মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি প্রেরণ করা হয়।
সংবাদমাধ্যমকে এবিষয়ে অবগত করেন অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভা ডিব্রুগড় জেলা কমিটির সভাপতি মন্তুছ কুর্মি, সম্পাদক খগেন রজোয়ার, প্রাক্তন সভাপতি ডঃ দয়ানন্দ চাহ এবং সহ-সম্পাদক বিপুল চাহু।








