সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে ব্যবহার হচ্ছে রিমোট অপারেটেড ভেহিকেল
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে এবার সমুদ্রের জলের স্তর মাপার জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ‘রিমোট অপারেটেড ভেহিকেল’ (আরওভি)। এনডিআরএফ-এর উদ্যোগে এই বিশেষ যন্ত্রটি গঙ্গাসাগরে আনা হয়েছে। এই রিমোট অপারেটেড ভেহিকেলের মাধ্যমে সমুদ্রের গভীরতা ও জলের স্তর নির্ভুলভাবে মাপা সম্ভব হচ্ছে। জলের উচ্চতা ও গভীরতা অনুযায়ী পুণ্যার্থীদের স্নানে নামানো হচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমছে। বিশেষ করে অগভীর সমুদ্রে কোনও দুর্ঘটনা ঘটলে, উদ্ধারকাজ শুরু করার আগে ওই যন্ত্রের সাহায্যে জলের গভীরতা যাচাই করে নেওয়া হচ্ছে।
এনডিআরএফ-এর আধিকারিকরা জানান, তারের সাহায্যে যন্ত্রটিকে জলে নামিয়ে সমুদ্রতলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সম্প্রতি কাকদ্বীপের লট এইটে মুড়িগঙ্গা নদীতে একটি ভেসেল আটকে যাওয়ার ঘটনায় এই যন্ত্র ব্যবহার করা হয়েছিল। গভীরতা মাপার পর ডুবুরি নামিয়ে দেখা যায়, মাছের জাল প্রপেলারে আটকে গিয়েছিল। পরে জাল ছাড়িয়ে ভেসেলটি পুনরায় চলাচল শুরু করে। গঙ্গাসাগর মেলায় সম্ভাব্য অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে এবার দু’টি বিপর্যয় মোকাবিলা দলের মোট ৭০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৮ জন মহিলা আধিকারিকও নিযুক্ত রয়েছেন। প্রশাসনের লক্ষ্য, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে এবছর গঙ্গাসাগর মেলাকে আরও নিরাপদ ও সুচারু করে তোলা।








