শীর্ষে বিরাট, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ড্যারিল মিচেল
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: কালকের ইনিংসটা বাদ দিলে শেষ সাত ইনিংসেই বিরাট কোহলির তিন সেঞ্চুরিসহ বাকি সব ম্যাচে হাফ সেঞ্চুরি আছে। তারই ফল পেলেন তিনি।সতীর্থ রোহিতকে পিছনে ফেলে একেবারে ওযান ডে’র র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেলেন তিনি।নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে তিনি ৯৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। যদিও দ্বিতীয় কালকের ম্যাচে তিনি মাত্র ২৩ রান করেই আউট হন। ক্রিশ্চিয়ান ক্লার্ক তাঁর উইকেট শিকার করেন।
তবে কালকে নিউজিল্যান্ডকে ম্যাচ জেতানোর কারিগর ড্যারিল মিচেল মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে।কোহলির ৭৮৫ আর মিচেলের ৭৮৪ রেটিং পয়েন্ট বর্তমানে।তাই কোহলির পরেই তিনি।রোহিত শর্মা এই তালিকায় ২ ধাপ নিচে নেমে এসেছেন। আপাতত তিনি তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। ২ নম্বরে ড্যারিল মিচেল।
আরও পড়ুন








