আরামবাগে পঞ্চদশ বর্ষের গ্রন্থমেলা ও নাট্যোৎসব ২০২৬ বেশ জমে উঠেছে
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: শীতের মরশুমে যখন দিকে দিকে দিকে উৎসব ও মেলা পার্বণ অনুষ্ঠিত হচ্ছে তখন আরামবাগ গ্রন্থমালা সমিতির উদ্যোগে ব্যতিক্রমী হয়ে উঠেছে সার্বিক মেলার আয়োজন। আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব বললেও হরেকরকম মেলায় মেতে উঠেছে আরামবাগ শহরের সংস্কৃতিবান মানুষেরা। গ্রন্থমেলা ও নাট্য উৎসবের পাশাপাশি বিজ্ঞানমেলা ও খাদ্যমেলায় বিজ্ঞানমনস্ক ও ভোজনরসিক মানুষেরা মেতে উঠেছেন। সমগ্র মেলাকে সুনন্দিত এবং আকর্ষণীয় করে তুলেছে হরেকরকম ফুলের প্রদর্শনী। আজ ছিল মেলার চতুর্থ দিন। ১১ তারিখ আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক নলিনী বেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর ফ্রান্স থেকে আগত আমিরুল আরহাম। মেলা চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত। মোট একাশিটি বিভিন্ন ধরণের স্টল রয়েছে এই গ্রন্থমেলায়। আরামবাগ গ্রন্থমেলার রীতি অনুযায়ী প্রতি বছরের মত এবছরও নানা অনুষ্ঠানের মধ্যে আজ কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা রাজ্য থেকে প্রায় সত্তর জন কবি স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন।








