কর্মসংস্থান ও শিল্পে ব্যর্থতার অভিযোগ, পূর্ব বর্ধমানে তৃণমূলকে আক্রমণ অগ্নিমিত্রা পলের
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেত্রী ও আসানসোল বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের বাস্তব পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং কাজের অভাবে রাজ্যের যুবসমাজকে বাধ্য হয়ে ভিন্রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। অগ্নিমিত্রা পল রাজ্য সরকারের লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি এবং বিপুল বিনিয়োগের দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, শিল্পায়নের অভাবে রাজ্যে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে না। শুধু শিক্ষিত যুবকরাই নন, নির্মাণ শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররাও কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
শিল্প ও বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মাধ্যমে উন্নয়নের ছবি দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে তার কোনও প্রভাব রাজ্যের অর্থনীতি বা কর্মসংস্থানে পড়েনি। পাশাপাশি তিনি রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, এর ফলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে।২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে আশাবাদী সুরে বিজেপি বিধায়ক বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।








