ভোটার তালিকায় সন্দেহভাজন ভোটার, নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম-৭ জমা নিতে অস্বীকার করছেন সদর হুগলির মহকুমাশাসক তথা অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক। এই অভিযোগে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ সদর মহকুমা শাসকের কার্যালয়ের বাইরে বসে দীর্ঘক্ষণ অবস্থান করেন বিজেপি কর্মিরা। এদিন বিজেপির একটা প্রতিনিধিদল সদর মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে দেখা করে তাঁরা একটি স্মারকলিপি জমা দেন। এক সাক্ষাৎকারে বিজেপি’র রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন, বিভিন্ন জায়গা থেকে বিএলএ-২ রা ফর্ম-৭ জমা দিতে আসেন। কিন্তু অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক সেটি নিচ্ছেননা। এইআরও’র অধিকারের মধ্যে পড়ে ফর্ম-৭ জমা নেওয়া। কিন্তু কারোর অঙ্গুলিহেলনে সেটি নিতে অস্বীকার করছেন। তাই সাধারণ মানুষের হয়ে আমরা এখানে এসেছি। আমরা এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। এদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশিস মুখার্জি বলেন, বিজেপি আন্দোলনের নামে মানুষকে হেনস্তা করার চেষ্টা করছে। এসআইআরের জন্য এখানে বহু বয়স্ক মানুষ এসেছেন। তাদের সমস্যা থাকতে পারে। এতে তৃণমূলের কোনো যোগ নেই। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। তথ্য যাচাই করার সমস্ত কাজই নির্বাচন কমিশনের সাথে যুক্ত যাঁরা তারা করেছেন।








