ছাত্র সংগঠন এসআইও-র উদ্যোগে রানীনগর-২ ব্লকে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির
নতুন পয়গাম, এম আহমেদ, রানিনগর: সামনেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। এই পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও ভয় কাজ করে। সেই ভয়-ভীতি দূর করা, পরীক্ষার সঠিক রূপরেখা তুলে ধরা এবং কীভাবে উত্তরপত্র লিখলে ভালো নম্বর পাওয়া যায়- এমন নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দিকনির্দেশনা দিতেই ছাত্র সংগঠন এসআইও রানীনগর ব্লক শাখার উদ্যোগে আয়োজন করা হলো মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির। শিবিরটি সোমবার রানীনগর-২ ব্লকের অন্তর্গত রানীনগর হাই স্কুলে অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নানা দিক জানার জন্য ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এই প্রস্তুতি শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ড খ্যাত জিল্লার রহমান (বি.এস.এম.এম হাই মাদ্রাসা), হামিম আল সিরাজ টমাস (কোমনগর হাই মাদ্রাসা) এবং সোহেল রানা (ডোমকল বি.টি. হাই স্কুল)। তাঁরা পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও উত্তর লেখার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিদ্যুৎ সরকার মহাশয়। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও মূল্যবান বক্তব্য রাখেন, যা ছাত্রছাত্রীদের মানসিকভাবে আরও দৃঢ় হতে সাহায্য করে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহির আলী, ইমন, ইমরান সেখ, জয়নাল আবেদিনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ। সব মিলিয়ে এই মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ও সঠিক পথে প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল বলে মনে করছেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।








