ধর্মের মেরুকরণ নয়, মানবিক ভারত গড়ার আহ্বান স্বামীজির জন্মজয়ন্তীতে
নতুন পয়গাম, অতসী মন্ডল, কলকাতা: ধর্মের মেরুকরণ নয়, বরং উদার ও মানবিক জাতি হিসেবেই ভারতবর্ষকে বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানালেন বক্তারা। স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন স্মরণ করে এই বার্তা উঠে আসে মধ্য কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন অভিষেক দাস। এদিন দেবাশীষ ব্যানার্জি, দেবযানী ব্যানার্জি, শুভাশিস ব্যানার্জি, সানা আহমেদ, ইন্দ্রনীল দাসগুপ্ত, ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, জয়দেব দাস ও সুপর্ণা দে সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ‘জীব সেবাই শিব সেবা’- এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিধায়ক ও পৌরপিতাগণ এলাকার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পাশাপাশি অনুষ্ঠানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।








