জাতীয় যুব দিবসে ক্যারিয়ার কাউন্সেলিং ও বিশেষ যুবসমাবেশ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, উত্তর দিনাজপুর: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস উপলক্ষে দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ‘বিকশিত ভারত’ শীর্ষক এক বিশেষ যুবসমাবেশ, ক্যারিয়ার কাউন্সেলিং ও গাইডেন্স আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চোপড়া ব্লকের লালবাজার এলাকায় অবস্থিত আল হিকমাহ মডার্ন মিশন স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের আদর্শ, বিকশিত ভারত গঠনে যুবসমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষিতে শিক্ষাগত দিশা, কর্মসংস্থান, আত্মনির্ভরতা ও লক্ষ্য নির্ধারণে সহায়ক ক্যারিয়ার কাউন্সেলিং ও গাইডেন্স সেশন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মোটিভেশনাল স্পিকাররা যুবকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে জীবনে সফল হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় যুবক-যুবতী, শিক্ষার্থী ও সমাজসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু যুবক-যুবতী উপস্থিত থেকে আলোচনা ও পরামর্শমূলক সেশন থেকে উপকৃত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী আনিসুর রহমান ও সইফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আল হিকমাহ মডার্ন মিশনের চেয়ারম্যান হাফিজ রৌশন আলম, মিশনের প্রিন্সিপাল আব্দুল হান্নান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সার্বিকভাবে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।








