আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ
নতুন পয়গাম, রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: রবিবার আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিমবঙ্গের ৮টি জেলায় একযোগে শীতার্ত ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতেও শীত কম্বল বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। সাগরদিঘী হাসপাতালের ডাক্তার গোলাম মোস্তফা গাজীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ৫০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয় আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। শীতের প্রকোপে কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে বলেন, “মানব সেবাই ঈশ্বরের সেবা” – এই আদর্শকে সামনে রেখেই সমাজের সকল মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশন সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাবে। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা।








