১৩ বছর পর এজলাসে চন্দ্রিমা ভট্টাচার্য ইডি-আইপ্যাক মামলায় উত্তপ্ত আদালত
নতুন পয়গাম, কলকাতা: শুক্রবার সকাল থেকেই কলকাতা হাইকোর্টে নজরে পড়ার মতো ভিড়। ইডি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে আইপ্যাক অফিসে তল্লাশি সংক্রান্ত পাল্টাপাল্টি অভিযোগে দায়ের হওয়া জোড়া মামলার শুনানি ঘিরে সরগরম হয়ে ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস।
এদিন শুনানির আগেই হঠাৎ আদালতের এজলাসে হাজির হতে দেখা যায় রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। প্রায় ১৩ বছর পর তাঁকে আইনজীবী হিসেবে সরাসরি এজলাসে উপস্থিত থাকতে দেখা গেল। শুক্রবার দুপুর ২টো নাগাদ তিনি কোর্টরুমে প্রবেশ করেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও চন্দ্রিমা ভট্টাচার্য আদতে একজন আইনজীবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করার পর একসময় তিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। তবে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তিনি বিধায়ক নির্বাচিত হন এবং পরবর্তীতে মন্ত্রী হন। সেই কারণে আর নিয়মিত আদালতে সওয়াল-জওবাব করা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়ায়। তল্লাশির সময় ঘটনাস্থলে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় সংস্থা বেআইনিভাবে নিয়ে গিয়েছে। অন্যদিকে, ইডি পাল্টা দাবি করে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনায় দু’পক্ষই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে।
শুক্রবার সেই জোড়া মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতে তৃণমূল সমর্থকদের অতিরিক্ত উপস্থিতির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর্টরুমে ভিড় এতটাই বেড়ে যায় যে, শেষ পর্যন্ত শুনানি না করেই এজলাস ত্যাগ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ১৪ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
কেন এত বছর পর এই মামলায় এজলাসে এলেন, এ প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের হাইকোর্ট লিগাল সেলের চেয়ারম্যান। সেই কারণেই মামলার শুনানি পর্যবেক্ষণ করতে তিনি উপস্থিত ছিলেন।








