আল-আমীন শামসুন একাডেমিতে শিক্ষক প্রশিক্ষণ শিবির
নতুন পয়গাম, সাঁতরাগাছি, ১১ জানুয়ারি: শিক্ষক প্রশিক্ষণ শিবির শনিবার ১০ জানুয়ারি অনুষ্ঠিত হল আল-আমীন শামসুন একাডেমির সাঁতরাগাছি ক্যাম্পাসে। শিক্ষাব্রতী সরিফুল হোসেন সরদারের আমন্ত্রণে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা।মূল আকর্ষণ ছিলেন ইউনিসেফ-এর প্রাক্তন পরামর্শদাতা মেচবাহার সেখ। তাঁর জ্ঞানগর্ভ আলোচনা ও আধুনিক শিক্ষাদানের বিভিন্ন কলাকৌশল উপস্থিত শিক্ষকদের সমৃদ্ধ করে। তিনি তাঁর বক্তব্যে ছাত্র-শিক্ষক সম্পর্কের নতুন দিগন্ত এবং শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু বিকাশ একাডেমির প্রেসিডেন্ট নুরুল হক, আল-আমীন শামসুন একাডেমির অন্যতম কর্ণধার নাজিমুল হাসান সরদার এবং বিশিষ্ট লেখক ও শিক্ষক আনোয়ার হোসেন, ‘রোডম্যাপ’ পত্রিকার সম্পাদক এম এম আব্দুর রহমান। ২০০৫ সালে এই একাডেমির পথ চলা শুরু। বর্তমানে রাজ্যজুড়ে প্রতিষ্ঠানটির ১৯টি শাখা রয়েছে।








