শীতের রবিবার মানেই পিকনিকের ঢল, জমজমাট ক্ষেতী মুজাফফর ফরেস্ট
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: শীতকাল এলেই পিকনিকের আমেজে মেতে ওঠে মানুষ। আর জানুয়ারি মাসের রবিবার মানেই যেন পিকনিকের বিশেষ আকর্ষণ। ঠিক তেমনই চিত্র ধরা পড়ল মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষেতী মুজাফফর ফরেস্টে। রবিবার সকাল থেকেই দূরদূরান্তের মানুষ ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের প্রতি রবিবারেই ক্ষেতী মুজাফফর ফরেস্টে তিন থেকে পাঁচ হাজার মানুষের সমাগম হয়। কেউ আসেন পরিবার-পরিজন নিয়ে পিকনিক উপভোগ করতে, আবার কেউ কেউ আসেন অস্থায়ী দোকান বসিয়ে জীবিকার তাগিদে। চারদিকে ভেসে আসে রান্নার গন্ধ, নাচ-গানের তালে আনন্দে মেতে ওঠে ছোট-বড় সবাই।
পিকনিকে এসে অনেককেই দেখা যায় দল বেঁধে রান্না করতে, আবার কেউ রান্না শেষ করে সারিবদ্ধভাবে বসে পাতায় নিয়ে খেতে বসেছেন। ভাত, ডাল, পাপড়, মাছ ও মাংস—এই পিকনিক মেনুতেই জমে উঠেছে ভোজন। বনাঞ্চলের খোলা পরিবেশে এই রান্না ও খাওয়ার মধ্যেই যেন পিকনিকের আসল আনন্দ খুঁজে পান পিকনিক প্রেমীরা। ধূপগুড়ি ব্লকের ভোটপাড়া থেকে পিকনিকে আসা অলোকেশ সরকার বলেন, “জানুয়ারি মাসের রবিবার মানেই পিকনিকের মেজাজ। তাই পরিবার নিয়ে মোজাফফর ফরেস্টে চলে এলাম। নাচ, গান, রান্না—সব মিলিয়ে দারুণ আনন্দ করছি। পিকনিকে এসে নিজে রান্না করে না খেলে মজাটাই অসম্পূর্ণ থেকে যায়।”
তিনি আরও বলেন, “বাড়ির এত কাছেই যে এত সুন্দর পিকনিক স্পট আছে, আগে জানা ছিল না। আজ এসে খুব ভালো লাগল। এত মানুষের সমাগম, সবাই মিলে আনন্দটা মনে রাখার মতো হয়ে থাকল।” জানুয়ারিতে শীতের এই রবিবারে ক্ষেতী মুজাফফর ফরেস্ট যেন পরিণত হয়েছে পিকনিকপ্রেমীদের মিলনক্ষেত্র। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো এই আনন্দের মুহূর্তই শীতকালীন পিকনিকের আসল কারণ।








