একাধিক রেকর্ডের সামনে কোহলি, আজই ভাঙ্গতে পারে শচীন, সাঙ্গাকারার রেকর্ড!
নতুন পয়গাম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। স্বভাবতই গিল,রোহিতদের জয় দেখতে চাইবেন সমর্থকরা।তবে সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে আরও একটি বিষয়- বিরাট কোহলির রেকর্ড! নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত ওয়ানডে’তে সর্বাধিক রান করা গ্রেট শচীন তেন্ডুলকরের। ৪১ ইনিংসে ১৭৫০ রান রয়েছে তাঁর। গড় ৪৬.০৫। রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। আর বিরাট কোহলির নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ ইনিংসে ১৬৫৭ রান রয়েছর। অর্থাৎ আর ৯৪ রান করলেই শচীনকে পেছনে ফেলবেন ভিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার হলেন শচীন। ৪১ ইনিংসে ১৭৫০ রান রয়েছে তাঁর। গড় ৪৬.০৫। রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। আর কোহলি কিউয়িদের বিরুদ্ধে ৩৩ ইনিংসে ১৬৫৭ রান করেছেন। অর্থাৎ আর ৯৪ রান করলেই শচীনকে ছাপিয়ে যাবেন বিরাট। এবং আর ৪২ রান করলে শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গকারাকে( ২৮০১৬) টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়বেন কোহলি।৫৫৬টি ম্যাচে ২৭৯৭৫ রান করেছেন কোহলি। গড় ৫২.৫৮। এর মধ্যে রয়েছে ৮৪টি সেঞ্চুরি, ১৪৫টি হাফসেঞ্চুরি।
পাশাপাশি আর মাত্র ২৫ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান পূর্ণ করবেন তিনি।
আরও পড়ুন








