পিএম মুদ্রা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, যাদবপুরে পুলিশের জালে পাঁচ
নতুন পয়গাম, কলকাতা: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে পূর্ব যাদবপুর থেকে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা ভুয়ো আশ্বাস দিয়ে ছোট ব্যবসায়ীদের টার্গেট করত। পুলিশ জানায়, ধৃতেরা পূর্ব যাদবপুরের একটি আবাসনে থাকছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সেখানে তল্লাশি চালিয়ে পাঁচ কীর্তিমান প্রতারককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আটটি স্মার্টফোন, ছ’টি কি-প্যাড ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়।
ধৃতদের নাম অমিত খান, রথীন সিডি, মহম্মদ নাজিমুদ্দিন সিদ্দিকি, বিশাল শিন্দে এবং মধুসূদন এইচ আর। অমিত বিহারের বাসিন্দা, বাকিরা কর্নাটকের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে সহজ শর্তে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ছোট ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করত ধৃতেরা। পরে নানা অজুহাতে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হত। ৭ জানুয়ারি পূর্ব যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমেই এই চক্রের হদিশ পায় পুলিশ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ঋণ পেতে পারেন। তবে কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, সরাসরি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণ দেওয়া হয়।








