এসআইআর: মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, কড়া সতর্কবার্তা কমিশনের
নতুন পয়গাম, কলকাতা: রাজ্যে এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। জীবিত ভোটারকে মৃত দেখানো, শুনানিতে হয়রানি, নথি যাচাইয়ে ত্রুটি — সব মিলিয়ে কমিশনের নজরে এসেছে বড়সড় গাফিলতির বহু ঘটনা। বিশেষ করে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন জেলা থেকে। কমিশনের পর্যবেক্ষণে ধরা পড়েছে, বহু ক্ষেত্রে মাইক্রো অবজার্ভাররা নির্ধারিত দায়িত্ব যথাযথ পালন করেননি। ভোটারদের জমা দেওয়া নথি যাচাই, সই মেলানো ও পরিচয় নিশ্চিত করার মতো মৌলিক কাজেও গাফিলতির অভিযোগ উঠেছে।
এছাড়া, ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম-মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার মিল খতিয়ে দেখা এবং দাবি ও আপত্তি সংক্রান্ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পেয়েছে কমিশন। এই প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে দায়িত্ব পালনে অবহেলা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভা থেকে জীবিত ভোটারদের মৃত দেখানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। মঞ্চে দাঁড় করিয়েছিলেন এমন তিনজন ভোটারকেও।
এরপর কমিশন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিয়েছে, ওই ভুলের কারণ অনুসন্ধান করতে এবং সংশ্লিষ্ট বিএলওদের শোকজ করতে। ইচ্ছাকৃতভাবে ভুল হয়েছে, নাকি অবহেলাজনিত, তা বিএলওদের কাছ থেকে জানতে চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।








