মালদা টাউন হলে দুইদিন ব্যাপী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নতুন পয়গাম, উমার ফারুক,মালদা: মালদা টাউন হলে বৃহস্পতিবার ও শুক্রবার কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি মালদা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথম দিন ভিড়ে ঠাসা টাউন হলে সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি মালদার যুগ্ম সম্পাদক গজেন কুমার বাড়ই তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের উক্ত অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তাদের হাতে ‘পুষ্পজিৎ রায় স্মৃতি’ পুরস্কার তুলে দেন বিশিষ্ট ছড়াকার এবং সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন কমিটি মালদার অন্যতম উপদেষ্টা স্বপ্না রায়, উদযাপন কমিটির সভাপতি ত্রিদিব সান্যাল, অজয় খাঁ, রণজিৎ দেবভূতি , সুকুমার মণ্ডল, ব্রততী মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজন।
পুরস্কার বিতরণের পাশাপাশি দুই দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন আরাধ্যা মন্ডল, আবৃত্তি করেন নীলাঞ্জন কাঞ্জিলাল, গীতি আলেখ্য পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের লোকনাট্যম শাখা। আবৃত্তি পরিবেশন করেন প্রিয়াঞ্জনা ঘোষ, সঞ্চিতা দাশগুপ্ত, পরিণীতা রায়, স্নেহা সরকার,ঋদ্ধিমা রায। দলগত আবৃত্তি পরিবেশন করেন , নান্দনিক সৃজন, আবৃত্তায়ন, শ্রুতি ছন্দ, আবৃত্তি শিক্ষা ও চর্চা কেন্দ্র, গান্ধার, প্রভৃতি সাংস্কৃতিক সংস্থা । বাদ্যযন্ত্র বাজিয়ে শোনান সুদীপ্ত মণ্ডল। নৃত্য পরিবেশন করেন কবিতা মঙ্গার, আলোক বিন্দু, ছন্দম। সুকান্ত নিয়ে কথা বলেন ব্রততী মিশ্র ও দীপক মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালিয়া বিশ্বাস, আলিউল হক, ইফতিকার সুফি, রীনা সোম মিত্র, অরুণ প্রসাদ, প্রণব দাস, অনিমেষ দাস, বিষ্ণুপদ মন্ডল, সুশান্ত সাহা, চন্দন বিশ্বাস ,বিকাশ কুমার রায়, শফিউল ইসলাম, কল্লোল রায়, কৃষ্ণগোপাল সরকার, সুনীল সরকার, গৌতম কুণ্ডু প্রমুখ। দুই দিন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিদিব সান্যাল, গজেন কুমার বাড়ই, চন্দন বিশ্বাস, মিতা ঘোষ, পার্থ গোপাল মুখোপাধ্যায়, সুশান্ত সাহা, সুদীপ মুখার্জী, বিরাজ সরকার প্রমুখ।








