বিধায়ক নিজের ঢাক নিজেই পেটালেন
বিজেপির কটাক্ষ দূর্নীতির একটা পাঁচালী হোক!
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাঁচালী সংকল্প নিয়ে আজ চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে ঢাক বাজিয়ে প্রচার চালান। বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারি প্রকল্পের কথা শোনান। গত পনেরো বছরে কি কি উন্নয়নের কাজ হয়েছে সেকথাও তুলে ধরেন।এদিন বেলুন দিয়ে সাজানো টোটো ট্যাবলো নিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালি শোনাতে নিজেই কাঁধে ঢাক তুলে নেন বিধায়ক আর তৃণমূল মহিলা কর্মিরা বসে পাঁচালী পাঠ করেন মন্দিরের চাতালে। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পালের কটাক্ষ, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে ছিল। বিধায়ক দূর্নীতির ঢাক পেটান। দূর্নীতির পাঁচালি মানুষ শুনতে চায়। এদিকে স্বপন সালের কথার জবাবে বিধায়ক বলেন, বিজেপির কাজই হল বদনাম করা। আমরা কাজ করি, মানুষের পাশে থাকি। ওদের সে সুযোগ নেই, তাই বদনাম করছে।
আরও পড়ুন








