বড়জোড়া ব্লক সিপিআইএমের উদ্যোগে ‘বাংলা বাঁচাও যাত্রা’
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া: সারা রাজ্যজুড়ে গত ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া সিপিআইএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে বড়জোড়া ব্লকেও এই কর্মসূচি পালিত হল। এদিন সিপিআইএম বড়জোড়া ব্লক কমিটির উদ্যোগে বড়জোড়া পার্টি অফিস থেকে বেলিয়াতোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাঁরা বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার দাবিতে শ্লোগান তোলেন। পদযাত্রা শেষে বেলিয়াতোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড দেবলীনা হেমব্রম, রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড অজিত পতি এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড যদুনাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড মহাদেব সিংহ, প্রাক্তন বিধায়ক ও জেলা কমিটির সদস্য কমরেড সুজিত চক্রবর্তী, সাগর বাদ্যকর, রামপ্রসাদ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বক্তারা তাঁদের ভাষণে বাংলা ভাষা, সংস্কৃতি ও রাজ্যের স্বার্থ রক্ষার প্রশ্নে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।








