নতুন পয়গাম, মুর্শিদাবাদ: সুতি–১ সার্কেল অফিসে সম্প্রতি উচ্চ ও জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার কাউন্সেলিং, পাসপোর্ট টু আর্নিং (P2E), লাইফ স্কিল এবং STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। স্কুল সাব-ইন্সপেক্টর অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সুতি-১ সার্কেলের অন্তর্গত বিভিন্ন হাই স্কুল, জুনিয়র হাই স্কুল ও সরকারি মডেল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নেওয়া এবং আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা। বিশেষভাবে STEM শিক্ষার মাধ্যমে হাতে-কলমে শেখার গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন:
STEM প্রশিক্ষণ পর্বে পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুলের শিক্ষক অমরজিৎ মণ্ডল শিক্ষার্থীদের সামনে বিভিন্ন মডেল ও ব্যবহারিক কার্যক্রম প্রদর্শন করেন। সাধারণ উপকরণ ব্যবহার করে কীভাবে জটিল বৈজ্ঞানিক ধারণা সহজভাবে বোঝানো যায়, তা তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত শিক্ষকরা জানান, এই সেশন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং ও Passport to Earning (P2E) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন স্কুলের সাব-ইন্সপেক্টর অরিন্দম দত্ত। তিনি পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ পেশার সম্ভাবনা এবং আয়ের বিভিন্ন সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন।
লাইফ স্কিল প্রশিক্ষণ পর্বে আইটি ও মাস্টার ট্রেনার সুব্রত মণ্ডল শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ, আত্মবিশ্বাস গঠন এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন। এই প্রশিক্ষণ অধিবেশনে কন্যাশ্রী ক্লাবের লিডার, বিভিন্ন বিদ্যালয়ের নোডাল শিক্ষক ও বহু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে প্রতিক্রিয়া অধিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হন যে, এই ধরনের STEM-ভিত্তিক ও ক্যারিয়ারমুখী প্রশিক্ষণ ভবিষ্যতে আরও নিয়মিতভাবে আয়োজন করা প্রয়োজন।








