বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, পাশে জখম শিশু
নতুন পয়গাম, রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: সামশেরগঞ্জ থানার অন্তর্গত তারাপুর হাসপাতালের পেছনের একটি বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহের পাশেই জখম ও আতঙ্কিত অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার তিন বছরের পুত্রসন্তান। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাগানের ভেতরে অর্ধনগ্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহত শিশুটিকে অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করে।
প্রথমে মৃতার পরিচয় জানা যায়নি। তবে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর দেখে পরিবারের সদস্যরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন। মৃত মহিলার নাম মুসবেরা বিবি। তিনি সাগরদিঘী থানার মনিগ্রাম এলাকার বাসিন্দা। আহত শিশুটি তাঁরই তিন বছরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।








