৮ দফা দাবিতে ধূপগুড়িতে DYFI-এর ডেপুটেশন, এসডিও দপ্তরে স্মারকলিপি
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়িঃ ধূপগুড়ি মহকুমার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে DYFI শুক্রবার মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল। ৮ দফা দাবিকে সামনে রেখে সংগঠনের নেতা–কর্মীরা ধূপগুড়ি থানা রোড ধরে মিছিল করে এসডিও দপ্তরে পৌঁছান। DYFI কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি স্লোগান দিতে দিতে এসডিও দপ্তরে গিয়ে শেষ হয়। এরপর সংগঠনের আট সদস্যের একটি প্রতিনিধি দল লিখিত স্মারকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দেন।
স্মারকলিপিতে প্রধানত যে দাবিগুলি তুলে ধরা হয়, তার মধ্যে রয়েছে- ধূপগুড়ি মহকুমাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোয় গড়ে তুলে সমস্ত দপ্তরের কার্যক্রম শুরু করা, ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত মানোন্নয়ন, বানারহাট ব্লক হাসপাতাল ও মহকুমার অন্তর্গত সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন। এছাড়াও বানারহাট এলাকার দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসনে হাতি নালা সংস্কার, ধূপগুড়ি শহরে ডাম্পিং গ্রাউন্ড স্থাপন করে শহরকে আবর্জনামুক্ত করা এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবিও জানানো হয়।
ডেপুটেশন কর্মসূচিতে DYFI-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সপ্তর্ষি দেব, জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, জেলা সভাপতি অর্পণ পাল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মাল্য ভট্টাচার্য-সহ জেলা ও মহকুমা স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হোগলাপাতা এলাকার বহু বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, বন্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তাঁদের অনেককে প্লাস্টিকের তাঁবুর নিচে বসবাস করতে হচ্ছে। সরকারের তরফে প্রাপ্ত ৬০ হাজার টাকা জমি ভরাট করতেই শেষ হয়ে গেছে। ঘর নির্মাণের মতো আর্থিক সামর্থ্য না থাকায় আজও স্থায়ী পুনর্বাসন অধরা।
ডেপুটেশন প্রসঙ্গে সপ্তর্ষি দেব বলেন,“ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে, শহরে ডাম্পিং গ্রাউন্ড নেই। বন্যা কবলিত এলাকার মানুষ আজও মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রশাসনের উচিত অবিলম্বে এই সমস্যাগুলির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”








