রাজারহাটে বই মেলা ও উৎসব ২০২৬-এর উদ্বোধন
নতুন পয়গাম, কুদ্দুস আলি মোল্লা, রাজারহাট: রাজারহাট বই মেলা কমিটি ও রাজারহাট ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজারহাট বই মেলা ও উৎসব ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ, ৯ জানুয়ারি। এই বই মেলা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী মহাশয়, মাননীয় প্রবির কর মহাশয়, শ্রী কল্যাণ লোধ মহাশয়, জব্বার মোল্লা-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। মেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল ছাড়াও গল্পের বই, শিশুতোষ বই, ছবি আঁকার সামগ্রী, ইসলামিক বই এবং নানা ধরণের শিল্পশৈলীর চিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। বইপ্রেমীদের পাশাপাশি সাধারণ দর্শকদের জন্যও মেলাটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গান, নাটক, নৃত্যসহ নানা পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করছে। এই মেলা হিন্দু-মুসলিম মিলনের এক বৈচিত্র্যময় উদাহরণ হিসেবে সামাজিক সম্প্রীতির বার্তা বহন করছে।
আনন্দঘন পরিবেশে উৎসবমুখর আবহে মেলা শুরু হয় এবং সারাদিন ধরে বই ও সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে রাজারহাট বই মেলা এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।








