ডোমকলে এসডিপিআই এর বৈষম্য বিরোধী সমাবেশ
নতুন পয়গাম, এম. আহমেদ, ডোমকল: সমাজের সর্বস্তরে চলমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬ ডোমকল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (SDPI)-এর বৈষম্যবিরোধী সমাবেশ। এই উপলক্ষে ডোমকল কুঠিরমোড় থেকে ডোমকল বাসস্ট্যান্ড পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে রাজ্য, জেলা ও বিধানসভা স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবায় বিদ্যমান বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মিড-ডে মিলের খাবার পরিবেশনে বৈষম্য এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর নিগ্রহের ঘটনা বিভাজনের রাজনীতির নগ্ন উদাহরণ। তিনি সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘুদের অংশগ্রহণ ক্রমশ কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন।
তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার হিন্দুত্ববাদী রাজনীতির স্বার্থে মন্দির নির্মাণে বিপুল অর্থ ব্যয় করলেও শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ রেখেছে। এসডিপিআই ক্ষমতায় এলে কৃষকদের জন্য সার ও বিষমুক্ত কৃষি ব্যবস্থা চালু করা হবে এবং ডোমকল পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম-এর জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস- উভয় দলই একই আদর্শে পরিচালিত হচ্ছে। তাই আগামী নির্বাচনে এই শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলা সময়ের দাবি। পরিযায়ী শ্রমিকদের ‘দাঙ্গাবাজ’ বলে চিহ্নিত করার মন্তব্যেরও তীব্র নিন্দা জানান তিনি।
এসডিপিআই -এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম বলেন, তৃণমূল সরকার আরএসএস-এর নির্দেশে পরিচালিত হওয়ায় ওবিসি, মুসলিম, দলিত ও অন্যান্য বঞ্চিত জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে বৈষম্য চাপানো হচ্ছে। রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতৃত্বকে প্রত্যাখ্যান করে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে এসড SDPI-কে ক্ষমতায় আনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা সবনাম মুস্তারী, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মন্ডল, জেলা সম্পাদক আলী আকবর সিদ্দিকী, ডোমকল বিধানসভা সভাপতি মিজানুর রহমান, এবিটিএ সদস্যা মৌসুমি খাতুনসহ দলের একাধিক নেতৃবৃন্দ।








