টোটোর পিছনে লরির ধাক্কা, মৃত্যু এক যুবকের
নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। বুধবার ঝুমুর সংলগ্ন হিমালয়ান কোল্ড স্টোরেজের সামনে একটি দূরপাল্লার লরির ধাক্কায় টোটো উল্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরমাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দা তপন রায়, অজয় রায় ও স্বপন রায় টোটোতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হিমালয়ান কোল্ড স্টোরেজের সামনে টোটোর পিছনে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় টোটো থেকে ছিটকে পড়েন তিনজনই।
গুরুতর আহত অবস্থায় স্বপন রায় (৩৫)-কে স্থানীয়দের সহযোগিতায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা। ঘটনার পর পালিয়ে যাওয়া লরিটিকে জলঢাকা সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশ। পরে লরিটিকে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।








