আইপ্যাকের ই ডি হানা নিয়ে প্রতিবাদ মিছিল চুঁচুড়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ নির্বাচন যতই এগিয়ে আসছে বাংলার রাজনৈতিক উত্তপ্ত ততই বাড়ছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ই ডি হানা দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে এটিকে রাজনৈতিক চক্রান্ত বলা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে কয়লা কেলেঙ্কারির জন্য ই ডি তার বাড়িতে হানা দিয়েছে। তবে প্রতি নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে ইডি সিবিআইয়ের হানা বাড়ে, নির্বাচনের পরে ই ডি বা সি বি আই এর তৎপরতা শীতঘুমে চলে যায়। আজকের ই ডি হানার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগেও হুগলি-চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পীরতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হুগলি জেলার প্রাণ কেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড়ে শেষ হয়।








