আপাস প্রকল্পের টেন্ডার ঘিরে ডোমকলে বিডিও -পঞ্চায়েত সমিতির তীব্র বিতর্ক
নতুন পয়গাম: ডোমকল ব্লকে বিডিও এবং পঞ্চায়েত সমিতির বোর্ডের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি চরম আকার নেওয়ায় ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার একটি বড় পুলিশ বাহিনী। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের অভিযোগ, আপাস প্রকল্পের টেন্ডার সংক্রান্ত বিষয়ে তিনি এবং পূর্ত কর্মাধ্যক্ষ বিডিওর কাছে কিছু তথ্য জানতে চাইলে আচমকাই বিডিও উত্তেজিত হয়ে পড়েন এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান।
অভিযোগ, প্রতিবাদের সময় পঞ্চায়েত সমিতির সদস্যরা জোরপূর্বক বিডিওর ঘরে ঢোকার চেষ্টা করেন এবং এতে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে ওঠায় বিডিও শঙ্খদীপ দাস আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর ডোমকল থানায় পৌঁছানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিডিওর আশঙ্কা, ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এদিকে এই ঘটনার পর বিডিওর বদলি ও অপসারণের দাবিতে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ড। ঘটনাকে কেন্দ্র করে গোটা ডোমকল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








