সাগরদিঘিতে কৃষকদের উপহার ও শীতবস্ত্র বিতরণ
নতুন পয়গাম, সাগরদিঘি: সাগরদিঘি ব্লকের বিনোদবাটি গ্রামে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। মরহুম ইউনুস আলী ও রিজিয়া বিবির স্মৃতিতে এ এন এস টি ট্রাস্টের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মহম্মদ শুকরান আলির ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন পাঠের মাধ্যমে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিকতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়া। উদ্যোক্তার স্বর্গীয় নানা-নানীর স্মৃতিকে সম্মান জানিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিন কৃষকদের হাতে ছাতা, গামছা, টি-শার্ট ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও কৃষকদের জন্য একটি বাগান ও বিশ্রামক্ষেত্র গড়ে তোলা হয়েছে, যেখানে তাঁরা বিশ্রাম নিতে পারবেন এবং প্রয়োজনীয় সুবিধা পাবেন। উদ্যোক্তা মহম্মদ শুকরান আলি বলেন, “মানুষের মধ্যে মানবিকতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ। প্রয়াত নানা–নানীর স্মৃতির মাধ্যমে সমাজের জন্য কিছু করতে পারাই আমাদের লক্ষ্য।”
এই উদ্যোগের প্রশংসা করে জমিয়াতুল হিন্দের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শুকরান যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমার জানা মতে, মুর্শিদাবাদ জেলায় এই ধরনের পরিকল্পনা আগে কেউ করেনি। আশা করি, তাঁকে অনুসরণ করে আগামী দিনে আমাদের এলাকায় আরও বহু সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আলি খান, সমাজসেবী ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস, সাগরদিঘি থানার এএসআই মল্লিকা ভাস্কর, ডঃ রুনা খাতুন, লালগোলার ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌসিফ জামাল, লালবাগ কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু সাইবান সহ একাধিক সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচির মাধ্যমে বিনোদবাটি গ্রামে মানবিকতা ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর বার্তা পৌঁছে যায়।








